জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানের আকস্মিক মৃত্যু
জবি প্রতিনিধি | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫, ০৯:৫৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানের (হাসিব) আকস্মিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) রাত ৯টার পর পুরান ঢাকার স্টার কাবাবে খাওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে নিকটস্থ ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে ধারণা করছেন, হাসিব হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক জানান, “এমন একজন তরুণ ছাত্রনেতার আকস্মিক মৃত্যু মেনে নেওয়া কঠিন।”
হাসিব জবির ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ভোলা জেলায়।
ছাত্রদলের জবির শাখা নেতারা জানান, আহ্বায়ক ও সদস্য সচিবসহ কয়েকজন নেতা একসঙ্গে রাতের খাবার খেতে গেলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন হাসিব। পানি চাওয়ার পরপরই তিনি অচেতন হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো যায়নি।
তার মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। মরদেহ প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনা হলে জানাজায় শিক্ষার্থী, শিক্ষক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
জানাজায় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
ফেসবুকে শোক জানিয়ে ডাকসুর ভিপি সাদিক কায়েম লিখেছেন,
“সুস্থ-সবল তরুণ এক ছাত্রনেতা, কত স্বপ্ন, কত পরিকল্পনা। কিন্তু কতটা অনিশ্চিত আমাদের জীবন! আল্লাহ ভাইয়ের ভুল-ত্রুটি মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।”
প্রথম জানাজা শেষে মরদেহ ভোলায় পরিবারের বাড়িতে পাঠানো হয়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।