জাতীয় দিবস হিসেবে পালিত হবে
আজ শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫, ১৩:৩১

আজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে ফেসবুকে ভারতবিরোধী স্ট্যাটাস দেওয়ায় আবরারকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় ২৫ জনকে অভিযুক্ত করে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, যার মধ্যে ২০ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
অন্তর্বর্তী সরকার আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী এবং ২৫ ফেব্রুয়ারি বিডিআর ম্যাসাকার দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে। প্রতিবছর এই দুটি দিন বিশেষভাবে পালিত হবে।
শহীদ আবরার ফাহাদের স্মরণে ৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় ঢাকাসহ সারাদেশের শিল্পকলা একাডেমিতে ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। ঢাকার প্রদর্শনীতে উপস্থিত থাকবেন শহীদ আবরারের বাবা মো. বরকত উল্লাহ। অনুষ্ঠানটি পরিচালনা করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।
শিল্পকলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে আবরার ফাহাদের জীবন ও সংগ্রাম নিয়ে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত হবে। আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হলো, ‘আবরার ফাহাদ: বাংলাদেশের সার্বভৌমত্বের নয়া প্রতীক ও আমাদের সংস্কৃতি’।
এছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আবরার ফাহাদের স্মরণে জাতীয় ‘নিপীড়নবিরোধী দিবস’ পালন ও শাখাভিত্তিক আলোচনা, দোয়া অনুষ্ঠান, সেমিনার ও ক্যাম্পাসে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নিপীড়নবিরোধী সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে।
শহীদ আবরার ফাহাদের জীবন ও আত্মত্যাগ দেশের শিক্ষার্থীদের জন্য এখনও শিক্ষণীয় এবং অনুপ্রেরণার উৎস।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।