বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

এমপিওভুক্ত শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান চালিয়ে যাচ্ছেন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১২:১২

ছবি: সংগৃহীত

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন।

শিক্ষকরা জানিয়েছেন, জনদুর্ভোগ এড়াতে শহীদ মিনারে অবস্থান অব্যাহত রাখবেন। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং আলোচনার মাধ্যমে প্রজ্ঞাপন জারি হলে শ্রেণিকক্ষে ফিরে যাবেন।

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে:

  • চিকিৎসা ভাতা বাবদ ১,৫০০ টাকা প্রদান

  • আন্দোলনে পুলিশের বল প্রয়োগের প্রতিবাদ

শিক্ষকরা সতর্ক করেছেন, দাবি মেনে না নেওয়া হলে তারা মার্চ সচিবালয় বা মার্চ টু যমুনার মতো আরও কর্মসূচি আয়োজন করতে বাধ্য হবেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top