১৬ অক্টোবর প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের ফলাফল
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১৪:২১

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর (বুধবার) প্রকাশ করা হবে। সোমবার (১৩ অক্টোবর) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, পাশাপাশি বাংলাদেশ মাদরাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ওই দিন সকাল ১০টায় নিজ নিজ শিক্ষা বোর্ড থেকে একযোগে প্রকাশ করা হবে।
এ উপলক্ষে একই দিন সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে (৩ নং ভবন, লিফট ৬) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষে কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সব ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সেখানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট। পরে ২১ থেকে ৩১ আগস্ট অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।