ঢাকা কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১২:৩৪

উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা আজ (১৪ অক্টোবর) সকালে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবরোধ করেছেন। তারা দাবি করেছেন, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ সংশোধন করতে হবে। শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে এই অধ্যাদেশের সংশোধন দাবি জানিয়ে স্লোগান দেন, যা কিছুক্ষণ জন্য সড়ক চলাচল বন্ধ করে দেয়।
শিক্ষার্থীদের অভিযোগ, নতুন অধ্যাদেশের কারণে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট শাখা বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে, যা প্রাচীন এই শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্যকে হুমকির মুখে ফেলতে পারে। তারা জানিয়েছেন, অধ্যাদেশের এই ধারা পরিবর্তন না হলে তাদের শিক্ষা ও ভবিষ্যতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
গতকাল (১৩ অক্টোবর) ঢাকা কলেজে অধ্যাদেশ দ্রুত বাস্তবায়নের প্রস্তুতি চলাকালে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে একজন শিক্ষার্থীকে ‘দালাল’ মন্তব্যের অভিযোগে কমনরুমে আটক রাখা হয়। খবর পেয়ে অন্যান্য শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে তাকে ছাড়া করেন।
এই পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা স্নাতক শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়ে অবরোধে অংশগ্রহণ করেন। অবরোধের কারণে সায়েন্সল্যাব মোড়ে যান চলাচল অস্থায়ীভাবে বন্ধ হয়ে যায়, যা অফিসগামী ও সাধারণ মানুষকে বিপাকে ফেলে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, যদি তাদের দাবি মানা না হয়, তবে আগামীতে আন্দোলন আরও তীব্র আকার নিতে পারে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।