চাকসু নির্বাচনে কড়া নিরাপত্তা, দুই শতাধিক ভুয়া পরিচয়পত্রধারী আটক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ১৫:২৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথে বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট। যেখানে বৈধ পরিচয়পত্র ছাড়া কাউকেই ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনারের ইস্যু করা বিশেষ প্রবেশ কার্ড থাকা শিক্ষার্থী ও নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাই কেবল ক্যাম্পাসে প্রবেশ করতে পারছেন।
গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা জানিয়েছেন, সকাল থেকেই বহিরাগতরা ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করে। তবে নিরাপত্তাকর্মীরা তা শনাক্ত করে তাদের আটকে দেন।
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক ও নির্বাচন পরিচালনা সংক্রান্ত নিরাপত্তা কমিটির সদস্য মোহাম্মদ তারেক চৌধুরী বলেন,
“বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশমুখ কাটাপাহাড় এলাকায় সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত দুই শতাধিক ভুয়া পরিচয়পত্রধারীকে আটক করা হয়েছে। তারা শিক্ষার্থী পরিচয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেছিল।”
সরেজমিন দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা সদস্যদের পাশাপাশি পুলিশ, র্যাব ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা প্রবেশপথসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচন। আজ বুধবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে।
বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপন করা হয়েছে ১৫টি ভোটকেন্দ্র ও ৬১টি ভোটকক্ষ। চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়ছেন ৪৯৩ জন প্রার্থী। মোট ভোটার ২৭ হাজার ৫১৬ জন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।