বৃহঃস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

ফেল করেও কোটায় ভর্তি, রাকসু নির্বাচনে এজিএস প্রার্থী

রাজশাহী প্রতিনিধি।। | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১১:৩৩

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফেল করেও কোটায় ভর্তি হওয়ার অভিযোগ উঠেছে শিবির নেতা সালমান সাব্বিরের বিরুদ্ধে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে এজিএস প্রার্থী।

প্রাপ্ত তথ্যে দেখা যায়, সালমান সাব্বির ভর্তি পরীক্ষায় মাত্র ৩২.৫ নম্বর পেয়েছিলেন। সাধারণত পাসের জন্য ৪০ নম্বর প্রয়োজন। কিন্তু অভিযোগ অনুযায়ী, ফ্যাসিস্ট সরকারের অঙ্গ সংগঠন ছাত্রলীগের সহযোগিতায় তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন।

কোটাবিরোধী আন্দোলনে অংশ নিলেও নিজে কোটা নিয়ে ভর্তি হওয়ার বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে। সালমান সাব্বির জানান, “আগামীকাল রাকসু নির্বাচন। এটা নিয়ে ব্যস্ত রয়েছি। ভর্তির বিষয়ে পরে কথা বলব।”

তথ্য অনুযায়ী, সালমান সাব্বির ২০১৯-২০ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে অধ্যয়নরত। তাঁর বাবা-মায়ের মধ্যে কেউ বিশ্ববিদ্যালয়ের স্টাফ কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

গত মাসে রাবিতে ‘পোষ্য কোটা’ বাতিলের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন চালায়। এ সময় শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় শিক্ষক-কর্মকর্তারা কর্মবিরতিতে যান এবং রাকসু নির্বাচনও পেছানো হয়। কোটা পুনর্বহালের প্রতিবাদে শিবির সমর্থিত ভিপি ও জিএস প্রার্থীও আন্দোলনে অংশ নেন।

রাকসু নির্বাচনে এইবার ২৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩০৫ জন প্রার্থী। মোট ১০টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে, যার মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল আছে মাত্র দুটি – ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত। বাকি প্যানেলগুলো হলো: গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ, ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশন, ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’, ছাত্র ইউনিয়নের কিছু অংশের ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’, সাবেক দুই সমন্বয়কের নেতৃত্বে ‘আধিপত্যবিরোধী ঐক্য’, নারী ভিপি প্রার্থীর নেতৃত্বে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’, ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’ ও ‘ইনডিপেনডেন্ট স্টুডেন্ট অ্যালায়েন্স’।


যদি চাও, আমি এটিকে আরও আকর্ষণীয় এবং “অনলাইন নিউজ স্টাইল” হেডলাইন, লিড ও সাবহেডিং সহ সাজিয়ে দিতে পারি, যাতে একদম প্রফেশনাল নিউজ আর্টিকেলের মতো দেখায়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top