যশোর বোর্ডে এইচএসসির ফলাফলে ভয়াবহ বিপর্যয়, পাসের হার মাত্র ৫০.২০%
এস কে বাপ্পি | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১২:৩১

এবারের এইচএসসিতে যশোর শিক্ষা বোর্ডে ফলাফলের পরিস্থিতি আশঙ্কাজনক। পাসের হার মাত্র ৫০.২০ শতাংশে নেমেছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. আব্দুল মতিন ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আসমা খাতুন।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এবারের পরীক্ষায় ইংরেজি বিষয়ে সবচেয়ে বেশি খারাপ ফলাফল এসেছে। এর প্রভাব পড়েছে সামগ্রিক পরীক্ষার ফলাফলে। ড. আব্দুল মতিন আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এই সমস্যার কারণ অনুসন্ধান করে সমাধান করা হবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।