ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ‘শান্তি চুক্তি’

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১৬:৪২

ছবি: সংগৃহীত

সংঘর্ষ ও মারামারি বন্ধে ঢাকায় পাশাপাশি অবস্থিত ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে অভিনব এক ‘শান্তি চুক্তি’ সম্পন্ন হয়েছে।

আজ রোববার (৯ নভেম্বর) বেলা ১২টার দিকে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক এর উদ্যোগে এই শান্তি চুক্তির আয়োজন করা হয়।

সম্প্রতি ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে একাধিকবার সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটে, যার ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। পরিস্থিতি স্বাভাবিক করতে ও শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ফিরিয়ে আনতেই পুলিশের এই বিশেষ উদ্যোগ।

তবে আজকের অনুষ্ঠানে অংশ নেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। সিটি কলেজের শিক্ষার্থীরা সময় স্বল্পতার কারণে উপস্থিত থাকতে পারেননি।

ঢাকা কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে দুই কলেজের শিক্ষার্থীরা একে অপরকে ফুল দেন, মিষ্টি খাওয়ান ও কোলোকুলি করেন। এতে উপস্থিত ছিলেন দুই কলেজের শিক্ষক ও পুলিশ কর্মকর্তারা।

ওসি মাহফুজুল হক বলেন,

“আমি এখানে যোগ দেওয়ার পর কয়েকবার মারামারি হয়েছে। আগে শুধু শিক্ষকদের সঙ্গে বসা হতো, কিন্তু মূল সমস্যা যাদের নিয়ে, অর্থাৎ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা হয়নি। তাই তাদের একসঙ্গে বসতে বলি, তারা রাজি হয়।”

তিনি জানান, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মিষ্টি নিয়ে আসে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা ফুল নিয়ে আসে। বন্ধুত্বের প্রতীক হিসেবে তারা একে অপরকে ফুল ও মিষ্টি দিয়ে সম্পর্ক পুনর্গঠনের অঙ্গীকার করেন।

সিটি কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের শনিবার রাতে বিষয়টি জানানো হয়েছিল বলে সময়ের স্বল্পতায় তারা আজ অংশ নিতে পারেননি। তবে ভবিষ্যতে তিন কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি বৃহত্তর সমঝোতা বৈঠক আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ওসি মাহফুজুল হক।

এদিকে, আগের সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের পক্ষ থেকে আইডিয়াল কলেজের বিরুদ্ধে দায়ের করা মামলাটি আইনি প্রক্রিয়াতেই নিষ্পত্তি হবে বলেও জানান তিনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top