মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

মেডিকেলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১১ নভেম্বর

মহানগর ডেস্ক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১০:১৯

ছবি: সংগৃহীত

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।

সোমবার (১০ নভেম্বর) রাতে অধিদফতরের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে, যা চলবে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।


আবেদন ফি জমা দেওয়া যাবে ২২ নভেম্বর পর্যন্ত।
প্রবেশপত্র ৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত ডাউনলোড করা যাবে।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর ২০২৫, সকাল ১০টা থেকে ১১টা ২৫ মিনিট পর্যন্ত।

  • সরকারি ৩৭টি মেডিকেল কলেজে মোট আসন: ৫,১০০টি

  • সরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে (ঢাকা ডেন্টালসহ) মোট আসন: ৫৪৫টি

  • আবেদনকারীদের অবশ্যই ২০২৪ বা ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

  • ২০২২ সালের আগে এসএসসি উত্তীর্ণরা আবেদন করতে পারবেন না।

  • এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৮.৫০ থাকতে হবে।

  • কোনো পরীক্ষায় জিপিএ ৪.০০-এর নিচে হলে আবেদন করা যাবে না।

  • জীববিজ্ঞানে কমপক্ষে ৩.৫০ জিপিএ থাকা বাধ্যতামূলক।

  • বিজ্ঞান বিভাগে পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান অবশ্যই পাঠ্য থাকতে হবে।

  • আবেদন ফি ২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

  • প্রার্থীদের ফি প্রদান করতে হবে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার এর মাধ্যমে,
    পরিচালক (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা অধিদফতর, মহাখালী বরাবর।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top