বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

ঢাবি ফার্মেসি অনুষদের শিক্ষার্থী ও শিক্ষকদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৯:১৯

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসি অনুষদে ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব প্রফেশনাল ফার্মেসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থী ও গবেষণায় বিশেষ অবদান রাখার জন্য অনুষদের শিক্ষকদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে, অনুষদের ডিন অধ্যাপক ড. সেলিম রেজা সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন:

২০২২: সাদিয়া আফরিন, ফাহিমা জান্নাত কলি, আল আশিকুর রহমান আলিফ

২০২৩: মো. তৌহিদুল ইসলাম, রাফিউদ্দিন খান লাবিব, রুম্মান রেজা

ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষকরা হলেন:

অধ্যাপক ড. আবু আছাদ চৌধুরী, অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল হক, অধ্যাপক ড. মো. আব্দুল মুহিত, অধ্যাপক ড. শিমুল হালদার, ড. মো. আল আমীন সিকদার, ড. যোবায়ের আল মাহমুদ ও ড. মো. রায়হান সরকার।

অনুষ্ঠানে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি (বিপিএস) স্বর্ণপদক ও বৃত্তি প্রদান করা হয়। স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন সাদিয়া আফরিন ও মো. তৌহিদুল ইসলাম। কথাশিল্পী সরদার জয়েন উদ্দীন স্বর্ণপদক পেয়েছেন সাদিয়া আফরিন ও রুম্মান রেজা।

বদরুন্নেসা গফুর মেমোরিয়াল ট্রাস্ট বৃত্তি পেয়েছেন রায়হানা হক জেবিন, জোবায়ের হাসান, ফারিয়া আনান সৃষ্টি, তৌহিদুল ইসলাম, জেরিন আনজুম সিফাত, রাফি উজ জামান প্রমুখ। এছাড়া বিপিএস বৃত্তি পেয়েছেন ১৬ জন শিক্ষার্থী।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “আজকের পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি করেছেন। কোনো অর্জন একক নয়; পরিবার, শিক্ষক ও সমাজের অবদান স্মরণ করেই প্রতিটি সফলতা মূল্যায়ন করা উচিত।” তিনি আরও উল্লেখ করেন, ফার্মেসি অনুষদ ছোট হলেও গবেষণা, র‌্যাঙ্কিং ও শিক্ষায় উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে এবং দেশের ফার্মাসিউটিক্যাল শিল্পের সাফল্য জাতীয় নীতির ফল।

অনুষ্ঠানটি জাতীয় সংগীত, ধর্মীয় পাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top