বৃহঃস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৬, ১১:১১

ছবি: সংগৃহীত

শেরপুর-৩ আসনে নির্বাচনী ইশতেহার মঞ্চে চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিহত শ্রীবরদী উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের মৃত্যুর প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে বিক্ষোভ সমাবেশ শুরু হয়ে পুরান ঢাকার তাতিবাজার হয়ে বিশ্বজিৎ চত্বরের সামনে শেষ হয়। শিক্ষার্থীরা রাস্তায় প্যান্ডেল ও প্ল্যাকার্ড নিয়ে শান্তিপূর্ণভাবে সমাবেশ পরিচালনা করে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের (জকসু) শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, “শুধু ভিন্নমতের কারণে একজন মানুষকে হত্যা করা হয়েছে। আমরা মনে করেছিলাম নির্বাচনে কোনো রক্তপাত হবে না, কিন্তু তারা এ দেশে রক্তের রাজনীতি শুরু করেছে। ছাত্ররা এই রাজনীতি অনুমোদন দেবে না।”

ছাত্র শক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব শাহিন মিয়া বলেন, “বাংলার আকাশে এক সন্ত্রাসী সংগঠন দেখা দিয়েছে। এদের রুখতে আমাদের একতাবদ্ধ হতে হবে। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আপনারা যে রাজনীতিতে আছেন তা থেকে সরে আসুন, নতুন রাজনীতি শুরু করুন। না হলে প্রত্যাখ্যাত হবেন।”

শিবির নেতা সোহাগ আহমেদ বলেন, “শেরপুর উপজেলা জামায়াত সেক্রেটারিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমাদের মা-বোনদের গায়ে হাত দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে। নির্বাচন কমিশন পদক্ষেপ না নেওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। যে দলের নেতারা তৃণমূল নিয়ন্ত্রণ করতে পারছে না, তারা কীভাবে দেশ নিয়ন্ত্রণ করবে।”

জবি শাখা ছাত্রশক্তির নেতা শেখ ফেরদৌস বলেন, “এখনো সময় আছে জনগণের পালস বুঝে রাজনীতি করুন, অন্যথায় ছিটকে যাবেন। প্রশাসনকে আমরা অনুরোধ জানাই, যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top