বৃহঃস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

সন্তান জন্মের সময় পাশে পাননি সাইফকে, অকপট স্বীকারোক্তি কারিনা কাপুরের

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৬, ১২:২৫

সংগৃহীত

পতৌদি পরিবারের নবাব ও বলিউড অভিনেতা সাইফ আলি খান এবং অভিনেত্রী কারিনা কাপুরের দাম্পত্য জীবন প্রায় ১৪ বছরের। দীর্ঘ এই সময়ে স্বামী সাইফের প্রেম ও ব্যক্তিত্ব নিয়ে বরাবরই মুগ্ধতার কথা বলে এসেছেন কারিনা। তবে এবার স্বামীকে নিয়ে কিছুটা আক্ষেপের কথাও প্রকাশ্যে আনলেন এই অভিনেত্রী।

কারিনা কাপুর জানান, প্রথম সন্তান তৈমুরের জন্মের সময় তিনি সাইফকে পাশে পাননি। বিষয়টি নিয়ে এক অনুষ্ঠানে নিজের ভাই অভিনেতা রণবীর কাপুরের কাছেই অনুযোগ করেছিলেন তিনি। বছরখানেক আগে একটি অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন রণবীর কাপুর। সেখানেই রণবীর জানান, কন্যা রাহার জন্মের আগে ও পরে কীভাবে তিনি আলিয়া ভাটের পাশে ছিলেন এবং টানা এক সপ্তাহ হাসপাতালেই কাটিয়েছিলেন।

এই প্রসঙ্গ শুনে কারিনা আক্ষেপ করে বলেন, “সন্তান জন্ম দেওয়ার সময় একদিনও সাইফ আমার সঙ্গে হাসপাতালে ছিল না।” তার এই মন্তব্য সে সময় আলোচনার জন্ম দেয়।

পরবর্তীতে ননদ সোহা আলি খানের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বিষয়টি আরও খোলাসা করেন কারিনা। তিনি বলেন, মা হিসেবে তিনি যতটা তৎপর ও আবেগপ্রবণ, বাবা হিসেবে সাইফ ততটাই ঠান্ডা মাথার মানুষ। তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, তার সন্তানদের জন্য সাইফই একজন আদর্শ বাবা।

কারিনা জানান, শুধু তৈমুর ও জেহ নয়—সাইফ তার আগের সংসারের দুই সন্তান ইব্রাহিম আলি খান ও সারা আলি খানের প্রতিও সমান দায়িত্ববান ও যত্নশীল। সন্তানদের ক্ষেত্রে কখনোই কোনো বিভেদ করেন না তিনি।

তবে স্বামী সাইফের স্বভাব ও মেজাজ যে একেবারেই নবাবি, সে কথাও হাসতে হাসতে স্বীকার করেন কারিনা। তার মতে, দায়িত্বশীল বাবা হলেও ব্যক্তিত্বে সাইফ আজও পুরোপুরি ‘নবাব’ই রয়ে গেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top