বৃহঃস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

বলিউডে আর গান গাইবেন না অরিজিৎ সিং, জানালেন সিদ্ধান্তের কারণ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৬, ১২:২১

সংগৃহীত

বাংলা হোক কিংবা হিন্দি—যার কণ্ঠের জাদুতে মুগ্ধ কোটি কোটি সংগীতপ্রেমী, সেই জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং আর বলিউডে প্লেব্যাক করবেন না—এমন খবরে রীতিমতো বিস্মিত তার ভক্ত-অনুরাগীরা। সিনেমায় আর তার কণ্ঠ শোনা যাবে না—এই সিদ্ধান্ত বিশ্বাস করতে কষ্ট হচ্ছে অনেকেরই।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ নিজের এই সাহসী সিদ্ধান্তের পেছনের কারণ খোলাসা করেছেন অরিজিৎ সিং নিজেই। দীর্ঘ সময় ধরে একই ধরনের কাজ করতে করতে তার মধ্যে একঘেয়েমি চলে এসেছিল বলে জানিয়েছেন এই গায়ক।

নিজের পোস্টে অরিজিৎ লেখেন, “এই সিদ্ধান্ত নেওয়ার কথা আগেই ভেবেছিলাম, কিন্তু সাহস কুলোচ্ছিল না। এবার সেই সাহসটা পেয়ে গেছি। একটি কাজ দীর্ঘদিন ধরে করলে আমার ভীষণ একঘেয়েমি চলে আসে। সে কারণেই আমি আমার গানের অ্যারেঞ্জমেন্টে সব সময় নানা ধরনের পরিবর্তন আনার চেষ্টা করি। এবার নতুন ধরনের সংগীতের খোঁজে নিজেকে ডুবিয়ে দিতে চাই।”

উল্লেখ্য, ২০১০ সালে তেলেগু সিনেমা ‘কেডি’-র মাধ্যমে সংগীতজগতে পথচলা শুরু করেন অরিজিৎ সিং। পরবর্তীতে বলিউডে তার যাত্রা শুরু হয় ‘মার্ডার ২’ সিনেমার মাধ্যমে। তবে ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘আশিকী ২’ সিনেমার গান তাকে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। এরপর প্রায় দুই দশক ধরে বলিউডে নিজের দাপটের সঙ্গে রাজত্ব করে গেছেন তিনি।

তবে প্লেব্যাক থেকে বিরতি নিলেও সংগীতের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে না অরিজিতের। বরং নতুন ঘরানার সংগীত নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এ ছাড়া নতুন শিল্পীদের জন্য পথ ছেড়ে দেওয়াও তার এই সিদ্ধান্তের অন্যতম কারণ। অরিজিৎ বলেন, “আমি এখন নতুনদের গান শুনতে চাই। নতুন শিল্পীরা আমাকে অনুপ্রেরণা দেবে—সেই দিকেই তাকিয়ে আছি।”

সংগীত জগতে তার এই সিদ্ধান্তকে অনেকেই সাহসী ও মহৎ উদ্যোগ হিসেবে দেখছেন। যদিও ভক্তদের জন্য এটি কিছুটা হতাশার, তবুও অরিজিতের নতুন সৃষ্টিশীল যাত্রার দিকে এখন তাকিয়ে আছে পুরো সংগীতপ্রেমী মহল।

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top