পেছাল বুয়েটের ভর্তি পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ মে ২০২১, ২০:৩১
করোনা পরিস্থিতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। তবে ভর্তি পরীক্ষার নতুন দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। ঈদের পর মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে তা জানিয়ে দেয়া হবে।
রোববার (০৯ মে) বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার সাব্বির আহমেদ বলেন, করোনা পরিস্থিতির কারণে ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে তা চূড়ান্ত হবে একাডেমিক কাউন্সিলের বৈঠকে। আমরা কিছু তারিখ ঠিক করেছি। তবে সেগুলো এখনই ঘোষণা করতে চাই না। ঈদের পর মিটিং করে পরীক্ষার নতুন তারিখের সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেয়া হবে।
করোনা পরিস্থিতির কারণে ৩১ মে ও ১ জুন প্রাথমিক বাছাই ও ১০ জুন চূড়ান্ত পরীক্ষা হচ্ছে না। পরীক্ষা কখন অনুষ্ঠিত হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আপাতত বলা যাচ্ছে না। পরিস্থিতির ওপর নির্ভর করছে। তবে আগামী জুন-জুলাই অথবা জুলাই-আগস্টে ভর্তি পরীক্ষা আয়োজন করার পক্ষে সুপারিশ করা হয়েছে।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।