রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১

তিস্তার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ জুলাই ২০২১, ১৭:৪৪

তিস্তার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে, বন্যার আশঙ্কা

দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে আকস্মিক বন্যার আশঙ্কা করছে নদীতীরবর্তী মানুষ ও পানি উন্নয়ন বোর্ড।

বৃহস্পতিবার (০৮ জুলাই) সকাল থেকে বাড়তে থাকা পানি রাত ৯টায় বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে বাড়তে থাকা পানি সন্ধ্যা ৬টায় বিপৎসীমার ছয় সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। আর রাত ৯টায় তিস্তার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে ব্যারাজের ৪৪টি জলকপাটের সবগুলো খুলে রাখা হয়। ভারতের গজলডোবা ব্যারাজেরও সবগুলো জলকপাট খোলা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

এদিকে, রাতে ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ভারত থেকে আসা পানির ঢলে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top