ফেরিতে যাত্রীবাহী গাড়ি-যাত্রী পারাপার বন্ধ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ জুলাই ২০২১, ০১:২০
ফেরিতে জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স ছাড়া সকল ধরনের যাত্রীবাহী গাড়ি ও সাধারণ যাত্রী পারাপার বন্ধ রাখার জন্য নির্দেশনা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
শুক্রবার (০৯ জুলাই) থেকে এই নির্দেশনা কার্যকর করা হয়েছে বলে বিআইডব্লিউটিসি জানিয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিআইডব্লিউটিসির নির্দেশনায় বলা হয়েছে, আজ (শুক্রবার) থেকে ফেরিতে যাত্রীবাহী সকল ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধু জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার করা হবে।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।