শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ভিড়
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ জুলাই ২০২১, ২০:১৩
কোরবানী ঈদকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে।
শুক্রবার (১৬ জুলাই) সকাল থেকেই যাত্রীরা ঘাটে উপস্থিত হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে যাত্রীর চাপ।
এদিকে, পারাপারের অপেক্ষায় রয়েছে অন্তত ৬০০ ব্যক্তিগত গাড়ি এবং পণ্যবাহী ট্রাক। বাড়তি গাড়ির চাপে ব্যক্তিগত যান ও গণপরিবহণে আসা যাত্রীদের নদীর পারাপারে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে।
অন্যদিকে, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ সচল থাকায় ফেরিতে যাত্রী চাপ ও গাদাগাদি কম থাকলেও লঞ্চগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। অর্ধেক যাত্রী ধারণের কথা থাকলেও অধিক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করছে।
বিআইডব্লিউটিএ শিমুলিয়া নদী বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন বলছেন, ঈদকে কেন্দ্র করে যাত্রীর চাপ রয়েছে। নৌরুটে বর্তমানে ৮২টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: শিমুলিয়া ঘরমুখো মানুষের ভিড়
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।