আবারও কুয়াকাটা সমুদ্র সৈকতে মৃত ডলফিন
পটুয়াখালী থেকে | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২১, ০০:৩৫
আবারও পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৭ ফুট দৈর্ঘ্যের শুশুক প্রজাতির একটি মৃত ডলফিন। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় সৈকতের দ্বিতীয় ঝাউবাগান পয়েন্টে ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা।
পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শনে এসে তারা জানান, ৭ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের ডলফিনটির শরীরের মাথা ও লেজে আঘাতের চিহ্ন রয়েছে। জেলেদের জালের আঘাতে এর মৃত্যু হয়েছে বলে ধারণা করছে তারা। বিষয়টি তারা মৎস্য বিভাগ ও বন বিভাগকে জানিয়েছেন।
পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, ডলফিনটির ময়নাতদন্তের জন্য শরীরের কিছু অংশ রেখে স্থানীয় বিট কর্মকর্তাকে বলা হয়েছে মাটিচাপা দিতে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।