সেন্টমার্টিন থেকে ফিরেছেন ২৫০ পর্যটক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২১, ২০:১০

সেন্টমার্টিন থেকে ফিরেছেন ২৫০ পর্যটক

বৈরী আবহাওয়ায় দুদিন আটকা থাকার পর মঙ্গলবার (১৯ অক্টোবর) সেন্টমার্টিন ছেড়েছেন আড়াইশো পর্যটক। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ছয়টি ট্রলারে করে টেকনাফের উদ্দেশ্যে রওনা দেন তারা। সেন্টমার্টিন বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (১৮ অক্টোবর) বিকেল থেকে যাত্রীবাহী ট্রলার চলাচল অনুমতি দেওয়া হয়। আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় পর্যটকদের নিয়ে যাত্রা শুরু হয়েছে ট্রলারের। সকালেই তারা নিরাপদে টেকনাফ পৌঁছে বিভিন্ন গন্তব্যে রওনা দিতে পারবেন।

এদিকে সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কর্মকর্তা লে. তারেক আহমেদ জানান, মঙ্গলবার সকালে অবস্থা স্বাভাবিক থাকায় দুদিন ধরে ফিরতে না পারা পর্যটকরা ছয়টি ট্রলারে টেকনাফে রওনা দিয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top