কমছে তিস্তার পানি, বাড়ছে ভাঙন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২১, ১৯:১২
টানা বৃষ্টি, উজানের ঢল ও ভারতের গজলডোবার গেট খুলে দেওয়ায় একদিনে তিস্তার পানি বেড়ে অতিক্রম করে বিপৎসীমা। এতে ভেঙে যায় তিস্তা ব্যারাজ প্রকল্পের ফ্লাড বাইপাস বাঁধ, কাকিনা-রংপুর বাইপাস সড়ক এবং স্থানীয় বেশ কিছু সড়ক। বিচ্ছিন্ন হয়ে যায় স্থানীয় যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা।
তবে বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৬টায় দোয়ানি ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন পানি পরিমাপক রুহুল ইসলাম। কিন্তু পানি কমার সঙ্গে সঙ্গে তিস্তার দু’পাড় ধসে পড়ছে। তাছাড়া বন্যায় ভেসে গেছে বাড়ি-ঘর, পুকুর, ফসলের জমি। দুশ্চিন্তায় দিন পার করছেন তিস্তাপাড়ের মানুষ। অনেকেই বসতবাড়ি, আবাদি ফসল, মৎস্য খামার হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।
এর আগে পানি উন্নয়ন বোর্ড জানায়, বুধবার (২০ অক্টোবর) হঠাৎ তিস্তার পানি প্রবাহ বেড়ে যাওয়ায় ওই দিন পানি প্রবাহ বিপৎসীমার ৭০ সেন্টিমিটার উপরে রেকর্ড করা হয়। জানা গেছে, বুধবারের পানি প্রবাহ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায়।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: তিস্তার পানি তিস্তা ভাঙন নদী ভাঙন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।