শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

মাদারীপুরে একই দিনে দুই জনের রহস্যজনক মৃত্যু, এলাকাজুড়ে আতঙ্ক

‎মেহেদী হাসান সোহাগ | প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫, ১৭:৫৪

ছবি: সংগৃহীত

মাদারীপুরে একই দিনে দুইজনের রহস্যজনক মৃত্যু! একজন ভ্যানচালক, আরেকজন বাবুর্চি—দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এলাকাজুড়ে চলছে আতঙ্ক।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে মাদারীপুর জেলার দুটি আলাদা স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। একটি রাজৈর উপজেলার নয়ানগর মাছকান্দি গ্রাম থেকে, অন্যটি সদর উপজেলার ঝিকরহাটি এলাকা থেকে।

নিহত ভ্যানচালকের নাম আকাশ আকন (১৮)। তিনি রাজৈর পৌরসভার পশ্চিম রাজৈর গ্রামের বাসিন্দা। বুধবার সকালে ভ্যান নিয়ে বের হয়েছিলেন। রাতে আর ফেরেননি। পরদিন সকালে তার মরদেহ পাওয়া যায় রাস্তার পাশে। পুলিশ বলছে—অটোভ্যান ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করা হয়েছে।

অন্যদিকে নিহত বাবুর্চি মো. ইমরান বেপারী (৫৮)। তিনি ঝিকরহাটি গ্রামের বাসিন্দা।
বুধবার রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। সকালে তার মরদেহ পাওয়া যায় রাস্তার পাশে—চোখে আঘাতের চিহ্ন ছিল।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম নিশ্চিত করেছেন—দুইটি ঘটনাই গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। বিশেষ করে আকাশ আকনের মৃত্যুকে ছিনতাইজনিত হত্যাকাণ্ড হিসেবে দেখা হচ্ছে। একই দিনে দুই জনের লাশ—তদন্তে উঠে আসবে কি আসল সত্য? মাদারীপুরবাসী চায় দ্রুত বিচার, আর নিরাপত্তা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top