পটুয়াখালীতে শ্রদ্ধা আর ভালোবাসায় ৫ আগস্ট পালন, এটা শুধু তারিখ নয়, ইতিহাস
পটুয়াখালী প্রতিনিধি | প্রকাশিত: ৫ আগষ্ট ২০২৫, ১৭:১৭

৫ আগস্ট—জুলাই গণঅভ্যুত্থান দিবস। এই ঐতিহাসিক দিনটি উদযাপনে পটুয়াখালীতে হয়েছে নানা আয়োজন। সকালে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় দিনের কর্মসূচি।
সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ হৃদয় তরুয়ার মহাশ্মশানে ও হেতালিয়া বাঁধঘাটে শহীদ বাচ্চু হাওলাদারের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
এরপর সকাল ১০টায়, জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় জুলাই শহীদ পরিবার ও যোদ্ধা সম্মিলন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক তারেক হাওলাদার।
শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা হিসেবে প্রদান করা হয় উত্তরীয় ও উপহারসামগ্রী। পরে এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় শহীদদের আত্মত্যাগকে, আর শেষে প্রদর্শিত হয় জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত প্রামাণ্যচিত্র।
এই দিবস উপলক্ষে পটুয়াখালী শহরে অনুষ্ঠিত হয়েছে শোভাযাত্রা, গণসমাবেশ, ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলও পালন করেছে দিনব্যাপী কর্মসূচি।
পটুয়াখালীতে শহীদদের প্রতি এই শ্রদ্ধা আর ভালোবাসাই প্রমাণ করে—৫ আগস্ট শুধু একটি তারিখ নয়, এটি গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য প্রাণ দেওয়া সাহসী বাঙালির ইতিহাস।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।