সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ বন্ধ

কক্সবাজার থেকে | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২১, ০১:২০

সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ বন্ধ

পর্যটন মৌসুমেও দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে যেতে পারছে না পর্যটকবাহী জাহাজ। সেন্টমার্টিনের জেটি এখনো পুরোপুরি মেরামত না হওয়ায় কিছুটা ঝুঁকি বিদ্যমান থাকায় আপাতত পর্যটক যাতায়ত বন্ধ রয়েছে সেন্টমার্টিনে। সেন্টমার্টিনের জেটি ঘাট মেরামত কার্যক্রম পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক এ মতামত জানান।

পরিদর্শন দলের প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ বলেন, 'প্রতিনিধি দলের সকল সদস্য সেন্টমার্টিন জেটিঘাট সরেজমিনে পরিদর্শন করে অনেক সমস্যা ও ঝুঁকি উপলব্ধি করেন। পরিদর্শন শেষে সকলে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। সবাই সেন্টমার্টিনে পর্যটকসেবা বৃদ্ধি ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।'

তিনি আরও বলেন, 'সেবা দিতে গিয়ে পর্যটকদের ঝুঁকির মুখে ফেলা যাবে না। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভেঙে যাওয়া সেন্টমার্টিনের জেটি এখনো পূর্ণ মেরামত না হওয়ায় কিছুটা ঝুঁকি এখনো রয়ে গেছে। তাই এখন পর্যটকবাহী কোনো জাহাজ সেন্টমার্টিনে যেতে অনুমতি পাচ্ছে না। তবে জেটি মেরামত সম্পূর্ণ করে দ্রুত সময়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচলে অনুমতি দেওয়া হবে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top