মোংলায় কয়লাবোঝাই জাহাজডুবে নিখোঁজ ৩

মোংলা থেকে | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২১, ০০:৩৮

মোংলায় কয়লাবোঝাই জাহাজডুবে নিখোঁজ ৩

মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় একটি বাণিজ্যিক জাহাজের ধাক্কা লেগে এমভি ফারদিন-১ নামক কয়লা বোঝাই একটি জাহাজ ডুবে যায়। এতে কার্গো জাহাজে থাকা তিন নাবিক নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ওই জাহাজ ডুবির ঘটনা ঘটে। বন্দরের হরবাড়িয়া ৯ নম্বরে অবস্থানরত বিদেশী বানিজ্যিক জাহাজ এমভি এলিনা বি থেকে কয়লা বোঝাই করে ঢাকা মিরপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় এমভি ফারদিন ১ বাল্কহেডটি। ওই সময় বিপরীত দিক থেকে বন্দর ত্যাগ করার সময় বিদেশী বানিজ্যিক জাহাজ এমভি হ্যান্ডপার্ক নামক জাহাজের সঙ্গে ধাক্কালাগে কয়লা বোঝাই বাল্কহেডটির।

এরপর ধীরে ধীরে বাল্কহেডটির পিছনের অংশ ডুবে যায়। এসময় স্টিভিডরিং কোম্পানী মেসার্স টি হক’র লঞ্চ এসে লাইটারের দুই কর্মচারী ও এক আনসারকে উদ্ধার করে। এখনো নিখোঁজ রয়েছেন বাল্কহেডের তিন কর্মচারী।

এমভি এলিনা বি কয়লা খালাসকারী প্রতিষ্ঠান মেসার্স টি হক কোম্পানীর সুপার ভাইজার মোঃ লোকমান হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। দুর্ঘটনার তথ্য তিনি বাংলাদেশ কোস্টগার্ড, নৌ বাহিনী ও বন্দরের সংশ্লিষ্ট শাখাকে জানিয়েছেন।

তার তথ্যমতে, ডুবে যাওয়া বাল্কহেডটিতে ৫০০ থেকে ৬০০ মেট্রিকটন কয়লা থাকতে পারে। এছারা জাহাজডুবির রাত বারোটার মধ্যে কারো সহযোগীতা না পাওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top