দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বুড়িমারী ইউনিয়ন বিএনপির উপদেষ্টা বহিষ্কার
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি: | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনবিরোধী কার্যকলাপ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে বুড়িমারী ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলহাজ্ব মো. রেজওয়ান হোসেনকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পাটগ্রাম উপজেলা শাখার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অদ্য ১৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ থেকে তাকে বুড়িমারী ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হয়েছে।
পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. শপিকার রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সকল নেতাকর্মীকে বহিষ্কারের বিষয়টি অবগত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তির অনুলিপি সদয় অবগতির জন্য প্রেরণ করা হয়েছে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি, সভাপতি ও সাধারণ সম্পাদক, বুড়িমারী ইউনিয়ন বিএনপি, পাটগ্রাম
বিজ্ঞপ্তিতে আরও স্বাক্ষর করেন পাটগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ওয়ালিউর রহমান।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।