ঈশ্বরদীতে জমিজমা বিরোধে চাচাতো ভাইয়ের গুলিতে ইউনিয়ন বিএনপি সভাপতি নিহত
পাবনা প্রতিনিধি | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৬:১৩
পাবনার ঈশ্বরদীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের গুলিতে লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি বীরু মোল্লা (৪৮) নিহত হয়েছেন। বুধবার (আজ) সকালে উপজেলার কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বীরু মোল্লা লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামের আবুল হোসেন মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বীরু মোল্লার চাচাতো ভাই জহুরুল মোল্লা বিরোধপূর্ণ জমি থেকে মাটি কাটেন। এ নিয়ে কথা বলতে বুধবার সকালে বীরু মোল্লা কয়েকজনকে সঙ্গে নিয়ে জহুরুল মোল্লার বাড়িতে যান। সেখানে আলোচনা চলাকালে একপর্যায়ে বাগ্বিতণ্ডা শুরু হয়।
এ সময় জহুরুল মোল্লা ও তার সঙ্গে থাকা লোকজন প্রথমে ফাঁকা গুলি ছুড়ে উপস্থিত সবাইকে সরে যেতে বলেন। কিন্তু তারা সরে না গেলে আবারও গুলি ছোড়া হয়। এতে বীরু মোল্লা মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার সরকার বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, পারিবারিক বিরোধের বিষয় নিয়ে কথা বলতে গিয়েই গুলির ঘটনা ঘটে। বাড়ির ভেতর থেকে গুলি করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।