উত্তাল কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর, বৃষ্টিতে ধানের ক্ষতির শঙ্কা
পটুয়াখালী থেকে | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২১, ০৪:১৭
ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’এর কারণে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে এখনো উত্তাল রয়েছে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। বাতাসের চাপ বেড়েছে কিছুটা। ঘন মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ।
গতকালের মতো আজো সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে উপকূলীয় এলাকায়। সেই সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। এতে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। বৃষ্টির ধারা অব্যাহত থাকলে রবিশস্য ও পাকা আমন ধানের ক্ষতির শঙ্কা করছেন কৃষকরা। কলাপাড়া লঞ্চঘাটের শ্রমিক জাফর মিয়া জানান, গতকাল থেকে বৃষ্টির সঙ্গে শীত পড়ছে। আমাদের কাজ করতে অনেক কষ্ট হচ্ছে। অনেক শ্রমিক আজ কাজে আসেনি।
এদিকে কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা এআরএম সাইফুল্লাহ জানান, এখন পর্যন্ত কৃষিখাতে তেমন কোন ক্ষতি হয়নি। তবে আগাম রবিশষ্য চাষিরা বৃষ্টির কারণে সবজি চারা রোপণ করতে পারেনি। তবে বৃষ্টিপাত বাড়লে আমনের ব্যাপক ক্ষতি হতে পারে। পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, বৃষ্টির ধারা আরও দুই-একদিন অব্যাহত থাকতে পারে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।