৪০০ পর্যটক নিয়ে মাঝ সমুদ্রে বিকল জাহাজ
সেন্টমার্টিন থেকে | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১, ০৫:৪৮
সেন্টমার্টিন থেকে কক্সবাজার ফেরার সময় ইঞ্জিন বিকল হয়ে মাঝ সমুদ্রে আটকা পড়েছে কর্ণফুলী নামের একটি জাহাজ। জাহাজে ৪০০ জনের মতো যাত্রী রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জাহাজটি বর্তমানে বঙ্গোপসাগরে রয়েছে। এটি উদ্ধারের জন্য একটি টিম পাঠানো হয়েছে। যাত্রীদের জন্য খাবার পাঠানোর ব্যবস্থা করছে কর্তৃপক্ষ।
ট্যুর অপারেটর সদস্য কাজের আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সেন্টমার্টিন থেকে কক্সবাজার ফেরার সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তখন জাহাজের নাবিক আমাদের বার্তা পাঠান যে তারা মাঝ সমুদ্রে আটকে গেছেন। সঙ্গে সঙ্গে আমরা এ খবরটি চারদিকে ছড়িয়ে দেই। আমাদের ট্যুর অপারেটর থেকে যাত্রীদের নিরাপত্তা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমাদের এখান থেকে একটি টিম সেখানে যাচ্ছে।
জাহাজে থাকা একজন যাত্রী জানিয়েছেন, '২৭ ডিসেম্বর এ জাহাজটি একইভাবে বিকল হয়ে গিয়েছিল মাঝ সমুদ্রে। এ ঘটনায় পর্যটকরা অভিযোগ জানালেও এর কোনো সুরহা হয়নি। ফের একদিন পর আবার একই ঘটনা ঘটল। তবে ট্যুর অপারেটরের সা. সম্পাদক বলেন, জাহাজটি সোনাদিয়া মহেশখালি চ্যানেলের কাছাকাছি রয়েছে। এটি ইঞ্জিন বিকলের জন্য নয়, সমুদ্রের চরে আটকা পড়েছে।
কক্সবাজার নাগরিক আন্দোলনের সদস্য সচিব এইচ এম নজরুল ইসলাম বলেন, কক্সবাজারের পর্যটন শিল্পে যারা জড়িত তাদের সকলের উচিত পর্যটকদের জীবনমান নিশ্চিতের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করা। কক্সবাজার এমন জায়গা যেখানে দেশ-বিদেশের সব স্তরের মানুষের নজর রয়েছে। এর সুনাম ধরে রাখা পর্যটন সংশ্লিষ্ট সবার নৈতিক দায়িত্ব।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।