নেত্রকোণার ৯২১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই কোনো শহীদ মিনার
নেত্রকোণা থেকে | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২২, ০৫:০০
দু’দিন পরই একুশে ফেব্রুয়ারি। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে পালিত হবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহীদ মিনারের বেদিতে ফুল দিতে ঢল নামবে অগণিত শিক্ষার্থী ও সাধারণ মানুষের।
কিন্তু নেত্রকোণার ১০ উপজেলার ৯২১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই কোনো শহীদ মিনার। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ জানিয়েছেন, প্রতিষ্ঠার পর থেকে এসব বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণই করা হয়নি। এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, নেত্রকোণার ১০ উপজেলায় মোট প্রাথমিক বিদ্যালয় আছে ১ হাজার ৩১৫টি। এর মধ্যে শহীদ মিনার আছে মাত্র ৩৯৪টিতে। বাকি ৯২১টিতে শহীদ মিনার নির্মাণ আজও সম্ভব হয়নি।
শুধু অর্থ সংকটের কারণেই অনেক বিদ্যালয়ে শহীদ মিনার নেই এমনটি নিশ্চিত হওয়া গেছে শহীদ মিনার না থাকা কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে। এ ব্যাপারে নেত্রকোণার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুন্ডু বলেন, প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনগুলোর নির্মাণকাজ এলজিইডির মাধ্যমে বাস্তবায়ন করা হলেও অর্থ বরাদ্দ দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
'তাই অধিদপ্তর যদি ভবনের সঙ্গে একটি করে শহীদ মিনারও নির্মাণ করতে বলে এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয় তাহলে এটা নির্মাণ সম্ভব। কিন্তু সিদ্ধান্ত তাদেরই নিতে হবে।'
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: নেত্রকোণা শহীদ মিনার
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।