সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
কক্সবাজার থেকে | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২২, ০৫:১৫
সতর্কতা সংকেত শিথিল হওয়ায় কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল ফের শুরু হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় টেকনাফ দমদমিয়া জেটিঘাট থেকে পর্যটক নিয়ে ৭টি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে রওয়ানা দেয়।
বিআইডব্লিউটিএ’র টেকনাফ অঞ্চলের সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বৈরী আবহাওয়া ও ৩ নম্বর সতর্ক সংকেতের কারণে গতকাল সোমবার টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছিল। সোমবার সন্ধ্যায় আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক এবং ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলায় আজ মঙ্গলবার থেকে জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে সোমবার সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: সেন্টমার্টিন জাহাজ চলাচল
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।