মৃত জেলিফিশে ছেয়ে গেছে কুয়াকাটা সৈকত

পটুয়াখালী থেকে | প্রকাশিত: ৬ মার্চ ২০২২, ০২:৩০

মৃত জেলিফিশে ছেয়ে গেছে কুয়াকাটা সৈকত

কুয়াকাটার আন্ধারমানিক মোহনা থেকে রামনাবাদ চ্যানেল পর্যন্ত দীর্ঘ ১৮ কিলোমিটার সমুদ্রসৈকত ছেয়ে গেছে মরা জেলিফিশে। এসব জেলিফিশ পচে দুগন্ধ বাতাসে ছড়াচ্ছে। পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে। তবে এগুলো অপসারণে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এগুলো অপসারণ করে বালুচাপা দেওয়ার দাবি জানিয়েছেন আগত পর্যটকরা।

শুক্রবার (৪ মার্চ) সন্ধ্যায় ও শনিবার (৫ মার্চ) সকালে সৈকতের গঙ্গামতি পয়েন্টে এসব জেলিফিস ভেসে আসতে দেখেন স্থানীয়রা। এছাড়া সৈকতের ঝাউবাগান, জিরো পয়েন্ট ও লেম্বুর চরে কিছু জেলিফিস ভেসে আসে।

স্থানীয়রা জানান, জেলিফিসগুলো কোনটা দেখতে চাঁদের মতো, আবার কোনটা দেখতে অক্টোপাসের মতো। বেশ কয়েকদিন ধরেই সৈকতের বিভিন্ন পয়েন্টে এসব মৃত জেলিফিস দেখা যায়। তবে দুইদিনে হাজার হাজার মৃত জেলিফিস বিভিন্ন পয়েন্টে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। বর্তমানে এসব জেলিফিস পঁচে সৈকতে দুর্গন্ধ ছড়াচ্ছে। তাই জেলিফিসের মৃত্যুর রহস্য উন্মোচন ও সৈকত থেকে অপসারণের দাবি জানিয়েছেন পর্যটকরা।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top