পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ধান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২২, ১০:২৫

পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ধান

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের হাওরে বিস্তীর্ণ এলাকায় বোরো ধান তলিয়ে গেছে। ফসল রক্ষা বাঁধ মেরামতের জন্য মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে। জেলার ইটনায় চর এলাকায় পানির নিচ থেকে কাঁচা-পাকা ধান কাটার চেষ্টা করছেন কৃষকরা।

কৃষি বিভাগ জানায়, ভারতের আসামের চেরাপুঞ্জিতে অতিরিক্ত বৃষ্টি হয়েছে। নদীর পানি বেড়ে যাওয়ায় সুনামগঞ্জ হয়ে প্রবল বেগে পানি ঢুকছে কিশোরগঞ্জের ইটনা হাওরে।

শনিবার (২ এপ্রিল) বিকেল নাগাদ ইটনার ধনু নদীর পানি বেড়ে ঢুকে পড়েছে চরাঞ্চলের নিচু জমিতে। এতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার ফসল।

পানি উন্নয়ন বোর্ড সময় মতো ফসল রক্ষা বাঁধ মেরামত করতে না পারায় সহজেই পানি চলে যাচ্ছে বোরো জমিতে। এ অবস্থায় কৃষকরা দ্রুত ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের দাবি জানিয়েছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ছাইফুল আলম বলেন, পাহাড়ি ঢলে ইটনার নিচু এলাকার অনেক বোরো ফসল তলিয়ে গেছে। তবে কী পরিমাণ জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এ মুহূর্তে বলা যাচ্ছে না। রোববার সকালে সরজমিনে গিয়ে সার্বিক পরিস্থিতি জানা যাবে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top