জুলাই পদযাত্রায় বাধা? নাহিদ বললেন—আওয়ামী লীগের পরিণতি দেখুন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ জুলাই ২০২৫, ১৭:২১

নতুন বাংলাদেশ গড়ার পথে হাঁটছে এনসিপি। আর সেই পথে যদি কেউ বাধা দিতে চায়—তাদের পরিণতি হবে ইতিহাসের মতোই নিষ্ঠুর!
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম নাটোরে এক কঠোর হুঁশিয়ারি দিয়েছেন—জুলাই পদযাত্রা কিংবা অন্য কোনো কর্মসূচিতে যদি কেউ ব্যানার ছিঁড়ে, বাধা দেয়—তাদের পরিণতি হবে আওয়ামী লীগের মতোই। যারা এক বছর আগে এসব করেছিল, আজ তারা বাংলাদেশেই নেই!
নাহিদ ইসলাম মনে করিয়ে দিয়েছেন—ফ্যাসিবাদের পতন হয়েছে ছাত্র-জনতার ঐক্যে। এখন সময় এসেছে নতুন বাংলাদেশ গড়ার, যেখানে থাকবে গণতন্ত্র, সমতা আর ইনসাফ।
তিনি বলেন, আমরা দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ চাই। নতুন প্রজন্মই সেই স্বপ্ন দেখছে। তাদের পাশে দাঁড়ান। সেই সঙ্গে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন—জুলাই ঘোষণা আর জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা সহ্য করবে না এনসিপি।
এই লড়াই শুধু একটি দলের নয়—এটা গোটা জনগণের আন্দোলন। বাংলাদেশের রাজনীতিতে এনসিপির পদচারণা এখন শুধু প্রতীকী নয়—এটা ভবিষ্যতের ঘোষণা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।