দুইদলীয় রাজনীতির বিরুদ্ধে ‘আমেরিকা পার্টি’: ইলন মাস্কের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ জুলাই ২০২৫, ১৫:৩৩

বিশ্বের শীর্ষ ধনীদের একজন, টেসলার কর্ণধার, স্পেসএক্সের প্রধান এবং এক্সের মালিক—ইলন মাস্ক এবার গড়ছেন নিজস্ব রাজনৈতিক দল! যুক্তরাষ্ট্রের দুই পুরনো দলকে চ্যালেঞ্জ জানিয়ে মাস্ক ঘোষণা দিলেন—আমেরিকা পার্টি’র জন্ম!
শনিবার (৬ জুলাই), এক্সে দেওয়া পোস্টে মাস্ক বলেন—‘আমরা একদলীয় শাসনের ভেতরেই বাস করছি। দেশের অর্থনীতি ধ্বংস হচ্ছে অপচয় আর দুর্নীতির কারণে।’ তাই তিনি ঘোষণা দিলেন: আমেরিকা পার্টি গঠনের।
এই দল রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের বিকল্প হবে বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে এখনও জানা যায়নি, দলটি নির্বাচনী কমিশনে নিবন্ধিত কি না।
মাস্কের মতে, দেশের জনগণ নতুন কিছু চায়। তিনি এক্স-এ একটি জরিপ চালান, যেখানে দুই-তৃতীয়াংশ মানুষ জানায়—নতুন রাজনৈতিক দল দরকার।
মাস্ক ও ট্রাম্পের সম্পর্ক ছিল কখনো মধুর, কখনো রুক্ষ। ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দিতে মাস্ক খরচ করেছিলেন প্রায় ২৫০ মিলিয়ন ডলার। নির্বাচনের পর ট্রাম্প তাকে দিয়েছিলেন বাজেট কমানোর দায়িত্ব।
কিন্তু ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল—যা ঘাটতি ৩ ট্রিলিয়ন ডলার বাড়িয়ে দেবে—এটা নিয়েই ফাটল ধরে। মাস্ক সমালোচনায় সরব হন এবং প্রশাসন থেকে বেরিয়ে আসেন। এর পরই নতুন দল গঠনের ঘোষণা।”
এবার প্রশ্ন হচ্ছে—ইলন মাস্ক সত্যিই রাজনৈতিক মাঠে নতুন যুগ আনতে পারবেন? না কি ‘আমেরিকা পার্টি’ হবে শুধুই একটা উচ্চভিলাষী ধনকুবেরের অভিমানী উদ্যোগ?
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।