ঢাকা-পটুয়াখালী নৌরুটে যাত্রীদের চাপ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ জুলাই ২০২২, ০৪:৫৬
ঢাকা-পটুয়াখালী নৌরুটে পুরোনো চিত্র ফিরে এসেছে। গত দুদিন ধরে এ রুটে চলাচলকারী প্রতিটি লঞ্চের কেবিন, ডেক, করিডোর ও চলাচলের পথে নেই তিল ধারণের ঠাঁই। সামান্য ভোগান্তি থাকলেও স্বস্তিতে ফিরছেন মানুষ।
শুক্রবার (৮ জুলাই) ভোরে ঢাকা থেকে যাত্রী নিয়ে পটুয়াখালী ঘাটে পৌঁছে পাঁচটি লঞ্চ। এর মধ্যে সবগুলো লঞ্চই যাত্রীদের নামিয়ে ফিরে গেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সদরঘাট থেকে এমভি সুন্দরবন ১৪, এমভি পূবালী ১২, এমভি প্রিন্স আওলাদ, এমভি কামাল-১ ও এমভি ছত্তার খান ছেড়ে আসে। প্রতিটি লঞ্চে ছিল যাত্রীতে পরিপূর্ণ। বিগত সময় লঞ্চগুলোতে সরকার নির্ধারিত ভাড়া থেকে কম যাত্রীদের চাপ বেশি থাকায় আবারও নির্ধারিত ভাড়ায় ফিরে গেছে অধিকাংশ লঞ্চ।
এদিকে বিগত বছরগুলোতে ঢাকা থেকে লঞ্চের কেবিন পেতে ভোগান্তি থাকলেও পদ্মা সেতু চালু হওয়ায় কেবিন পাওয়া এখন কিছুটা সহজ হয়েছে। আগে ভিআইপি কেবিন ও নরমাল কেবিনগুলো পেতে বিভিন্ন তদবিরের প্রয়োজন হতো।
ঢাকা থেকে লঞ্চে পটুয়াখালী আশা যাত্রী রহমান বলেন, আগে কেবিন পেতে অনেক তদবির লাগতো এবার সহজেই পেয়েছি। পদ্মা সেতু হলেও পরিবার নিয়ে চলাচল করতে লঞ্চকেই স্বাচ্ছন্দ্য বোধ করি।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।