স্ত্রীর চুল কেটে নিলেন মাদরাসা শিক্ষক
ভোলা থেকে | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২০, ০১:৪৬
সময়মতো রান্না না করা ও চাকরি করতে চাওয়ায় মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোলার বোরহানউদ্দিন উপজেলার হেলিপ্যাড এলাকায় স্ত্রীর চুল কেটে দিয়েছেন মাদরাসা শিক্ষক সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার (২৫ডিসেম্বর) রাতে এ ঘটনায় স্ত্রী খাদিজা বেগম বোরহানউদ্দিন থানায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করলে পুলিশ ঐদিনই তার শ্বশুর তৈয়বুর রহমানকে গ্রেপ্তার করে।
খাদিজার চাচা মো. খায়ের জানান, ছোট বেলায় খাদিজার মা-বাবা মারা যাওয়ায় পর আমরাই পড়াশুনা ও লালন পালন করেছি। ৬ মাস আগে সাইফুলের সাথে খাদিজার বিয়ে হয়। বিয়ের পর তারা হেলিপ্যিড এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। খাদিজা একটি মহিলা মাদরাসায় সহকারী শিক্ষিকা ছিলেন। দুই মাস আগে স্বামী সাইফুল ইসলামের চাপে ও নির্যাতনে চাকরি ছেড়ে দেন।
তিনি আরও জানানা, সাইফুল ইসলাম তার প্রথম বিয়ে গোপন রেখে খাদিজাকে বিয়ে করে। বিয়ের পর থেকে বিভিন্ন অভিযোগ তুলে সে নির্যাতন করতো। ঘটনার দিন নির্যাতনের এক পর্যায়ে খাদিজার মাথার চুল কেটে পুড়িয়ে ফেলে এবং প্রাণনাশের হুমকি দেয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন জানান, এ বিষয়ে গৃহবধূ খাদিজা বেগম তার স্বামী সাইফুল ইসলাম, শ্বশুর তৈয়বুর রহমান, শাশুড়ি ও দেবরকে আসামি করে মামলা দায়ের করেছে। আমরা তৈয়বুর রহমানকে গ্রেপ্তার করেছি। প্রধান আসামি সাইফুল ইসলামসহ বাকিরা পলাতক থাকলেও তাদের গ্রেপ্তারের চেষ্ঠা অব্যাহত আছে।
এনএফ৭১/এবিআর/২০২০
বিষয়: ভোলা বোরহানউদ্দিন মাদরাসা শিক্ষক
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।