রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

হাতীবান্ধা থানার ওসির বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৬, ১৩:৫৫

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গোপন বৈঠক করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মধ্যরাতে হাতীবান্ধার সির্ন্দুনা এলাকায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ হোসেন তাজুর বাসায় বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই বৈঠকে উপজেলা আওয়ামী লীগের অন্তত ছয়জন নেতা উপস্থিত ছিলেন। বৈঠকে অংশ নেন হাতীবান্ধা থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহও।

সূত্রের খবর, বৈঠকের পর ওসি শাহীন আমানুল্লাহ দাওয়াত অনুষ্ঠানে যোগ দেন। বিষয়টি জনসমক্ষে প্রকাশ হলে লোকজন জড়ো হতে থাকে। এ পরিস্থিতিতে দ্রুত তিনি ওই বাড়ি ত্যাগ করেন।

আরেকটি সূত্র জানায়, বৈঠকে জেলার বাহিরে কর্মরত একাধিক প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২০২৪ সালের জন্য ডামি প্রার্থী ছিলেন আমজাদ হোসেন তাজু। তিনি একাধিক মামলার আসামি এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top