রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

ব্যতিক্রমী শীতে বিপর্যস্ত বাংলাদেশ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৬, ১২:২৭

সংগৃহীত

ব্যতিক্রমী এক শীতের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিগত বছরগুলোর তুলনায় এবার শীতের তীব্রতা অনেক বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, জানুয়ারি মাসজুড়ে দেশের ওপর দিয়ে ১–২টি বড় শৈত্যপ্রবাহ এবং ২–৩টি মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে সেই পূর্বাভাসের বাস্তব চিত্র দেখতে শুরু করেছেন সাধারণ মানুষ।

ঘন কুয়াশা, হিমেল বাতাস ও তীব্র ঠান্ডায় সকাল থেকেই চারপাশ অন্ধকারাচ্ছন্ন থাকছে। রাতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। ফলে স্বাভাবিক জীবনযাত্রার পাশাপাশি পথ চলাচলও হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় সড়ক দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে বলে জানা যাচ্ছে।

শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি দুর্ঘটনাজনিত রোগীর সংখ্যাও বেড়েছে বিভিন্ন হাসপাতালে। বিশেষ করে নদী অববাহিকা ও খোলা এলাকাগুলোতে শীতল হাওয়া, ধুলোবালি ও ঘন কুয়াশার কারণে সড়কগুলো দীর্ঘ সময় অন্ধকারে ঢাকা থাকছে। অনেক ক্ষেত্রে সামনে থাকা যানবাহন স্পষ্টভাবে দেখা না যাওয়ায় হঠাৎ ব্রেক করতে গিয়ে দুর্ঘটনা ঘটছে।

এ অবস্থায় বিশেষজ্ঞরা অপ্রয়োজনীয়ভাবে ঘন কুয়াশায় ভোরবেলা বাইরে বের হওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি গাড়ি চালানোর সময় হাইবিম লাইট ব্যবহার এড়িয়ে চলা, কুয়াশায় ফগ লাইট ব্যবহার করা এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে রাখার ওপর জোর দিচ্ছেন তারা। সচেতনতা ও সতর্কতাই এই সময় দুর্ঘটনা প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top