বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়লো ৪ দিন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২, ০৭:১২
বান্দরবানের রুমা-রোয়াংছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞার সময়সীমা আরও চারদিন বাড়িয়ে ২০ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে জেলা প্রশাসন।
বুধবার (১৬ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সই করা এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, জেলার রুমা-রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের জেলার এ দুই উপজেলা ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
বিষয়: বান্দরবান ভ্রমণ নিষেধাজ্ঞা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।