বান্দরবানের ২ উপজেলায় বেড়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২, ০৮:৫১

বান্দরবানের ২ উপজেলায় বেড়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা

বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞার সময় বৃদ্ধি করে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ নিয়ে অষ্টম দফায় বেড়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা তবে বান্দরবানের বর্তমানে অন্য পাঁচটি উপজেলা বান্দরবান থানচি, সদর, লামা, নাইক্ষ্যংছড়ি ও আলীকদম উপজেলায় কোনো নিষেধাজ্ঞা নেই।

রোববার (২০ নভেম্বর) রাতে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বান্দরবানের জেলা প্রশাসকের স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, আলীকদম ও থানচি উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথবাহিনীর সন্ত্রাসবিরোধী সাঁড়াশি অভিযান শুরু হয়। এ সময় অভিযানে নিরাপত্তা বিবেচনায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top