শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান

মুন্সিগঞ্জ ধলেশ্বরী থেকে ১২৫ মন জাটকা উদ্ধার

মুন্সিগঞ্জ থেকে | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ০০:২৫

ছবি: নিউজফ্ল্যাশ৭১

বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন কাঠপট্টি এলাকার ধলেশ্বরী নদীতে যাত্রিবাহী লঞ্চ থেকে বিপুল পরিমান জাটকা উদ্ধার করা হয়।

সোমবার(২৮ ডিসেম্বর) মধ্যরাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান পাগলা কর্তৃক যাত্রীবাহী এম ভি ফারহান-৫ লঞ্চে অভিযান পরিচালনা করে ১২৫ মন (৫ হাজার কেজি) জাটকা করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন কাঠপট্টি এলাকার ধলেশ্বরী নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জাটকার কাউকে আটক করা যায়নি। নির্বাহী মেজিস্ট্রেট এবং উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তার উপস্থিতে স্থানীয় জব্দকৃত জাটকাগুলোএতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

তিনি আরও জানান, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়োমিত অভিযান অব্যাহত থাকবে।

এনএফ৭১/এবিআর/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top