সরকারি ৩ দিনের ছুটিতে কুয়াকাটার ৯৫ শতাংশ হোটেল আগাম বুকিং
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২, ০৪:৩৭
বড় দিন ও সাপ্তাহিক ছুটিসহ সরকারি তিন দিনের ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটায় ব্যাপক পর্যটক আগমনের আশা করছেন ব্যবসায়ীরা। ইতোমধ্যে আগাম বুকিং হয়েছে ৯৫ শতাংশ হোটেল। এতে অনেকটা আনন্দিত পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে ডিসেম্বর মাসের প্রথম দিকে অনেকটা পর্যটকশূন্য ছিলো কুয়াকাটা। সপ্তাহব্যাপী মন্দায় দিশেহারা হয়ে পড়ে ব্যবসায়ীরা। তবে গত ১৫ ডিসেম্বর থেকে পর্যটকদের আগমন বাড়তে থাকে। বিক্রি বাড়ে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। বর্তমানে আগাম বুকিং রয়েছে কুয়াকাটার অধিকাংশ হোটেল। তাই হোটেল মোটেলগুলো ধোয়ামোছাসহ নতুন সাজে সজ্জিত করা হচ্ছে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক বলেন, প্রতিটি পয়েন্টে আমাদের টিম সার্বক্ষণিক নিয়োজিত থাকেন। তারপরও আমরা ক্রাউড সময়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করি, যাতে নির্বিঘ্নে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা করা যায়। আগামীকাল থেকে বিভিন্ন স্পটে পুলিশের বাড়তি টহল থাকবে।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: কুয়াকাটা সরকারি ছুটি পর্যটক
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।