কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের উপচে পড়া ভিড়
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২, ০৬:৫৮
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটা। বড়দিনকে কেন্দ্র করে টানা তিন দিনের ছুটিতে এই সমুদ্র সৈকত এখন কানায় কানায় পূর্ণ।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সরেজমিনে সৈকতে গিয়ে দেখা যায়, পর্যটকরা কেউ সমুদ্রে সাতার কাটছেন, কেউ ঘোড়ায় চরে ঘুরছেন, আবার কেউ বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য।
সৈকতের জিরো পয়েন্ট ছাড়াও শুটকি পল্লী, লেম্বুর চর, তিন নদীর মোহনা, ঝাউবন, গঙ্গামতি ও রাখাইন মার্কেটসহ সকল স্পটে এখন পর্যটকদের সরব উপস্থিতি। কুয়াকাটার শতভাগ হোটেল-মোটেল ইতিমধ্যে বুকিং হয়ে গেছে। এতে হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, ‘টানা তিন দিনের ছুটিতে কুয়াকাটায় ব্যাপক পর্যটকের সমাগম ঘটেছে। পর্যটকদের নিরাপত্তায় বিভিন্ন স্পটে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।’
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যটক
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।