চাঁপাইনবাবগঞ্জে শিশু হত্যা
রোহানকে জীবিত অবস্থায় ফেলে দেয় সেফটিক ট্যাংকে
চাঁপাইনবাবগঞ্জ থেকে | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২১, ০১:১৫
চাঁপাইনবাবগঞ্জে শিশু রোহানের লাশ উদ্ধারের পর শিশু অপহরণ ও হত্যায় জড়িত এক কিশোরকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে গোয়েন্দা পুলিশ শাখার অভিযান চালিয়ে কিশোর নয়নকে বাড়ি থেকে আটক করা হয়।
আটককৃত আসামী, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৪ নং ওয়ার্ডের আরামবাগ মাদ্রাসা মসজিদ সংলগ্ন এলাকার মৃত বাবুর ছেলে নয়ন (১২)।
শিশু রোহানের লাশ উদ্ধার ও আসামী আটকের বিষয়টি নিশ্চিত করে লাশ দাফন শেষে রোববার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান।
তিনি জানান, গত ৩১ ডিসেম্বর সকালে হারায় রোহান। এরপর রোহানের পরিবারের থানায় অভিযোগের প্রেক্ষিতে পুলিশের কয়েকটি টিম কাজ শুরু করে। বিভিন্ন গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ দেখে শনিবার রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের পেছনের সেফটিক ট্যাংক থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, লাশ উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে অপহরণকারী কিশোরকে আটক করে পুলিশ। রাতেই সদর মডেল থানায় নিয়মিত হত্যা মামলা দায়ের করা হয়েছে।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, ভিক্ষাবৃত্তির জন্য শিশুটিকে চুরি করা হয়। এমনকি ১৫০ টাকার মতো ভিক্ষা করা হয়েছিলো। ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত রহস্য উৎঘাটন করা হবে এবং আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু রোহানকে জীবিত অবস্থায় সেফটিক ট্যাংকে ফেলে দেয়া হয়েছে বলে পুলিশ জানায়।
জানাজা শেষে নিহত শিশু রোহানের মামা জানান, এই ধরনের ঘটনা এর আগে কখনও হয়নি। এই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিলও তদন্ত করে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে এই ধরনের ঘটনা আর না হয়।
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর সকাল থেকে শিশুটি শহরের মসজিদ পাড়া ভেলুর মোড় এলাকা থেকে নিখোঁজ হয়েছিল।
এনএফ৭১/আরআর/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।