পৌষে গ্রীষ্মের আমেজ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২১, ০০:১৩
শেষ হতে চলেছে পৌষ মাস। বাংলায় ঋতু বৈচিত্র্যে অন্যরকম চিত্র দেখা যায় এ মাসে। পৌষের সাথে জড়িয়ে আছে খেজুর রস, নতুন চালের পায়েস, পিঠা আরও কত কি। তবে এ বছর, পৌষ মাসে প্রকৃতির আচরণ অনেকটা ভিন্ন। আগের বছরগুলোর মত ঠান্ডার প্রকোপ নেই।
উত্তরের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে ১০ ডিগ্রী সেলসিয়াসের। ৭ জানুয়ারি-বৃহস্পতিবার, কুড়িগ্রামের রাজারহাটে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। শীতের সময় এই তাপমাত্রা থাকে ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে।
শীতকালেও তুলনামূলক গরম থাকে দক্ষিণের উপকূলীয় জেলাগুলো। তবে এবারের উষ্ণতা আরও বেশি। কয়েকদিন ধরে চট্টগ্রাম, বরিশালও খুলনায় দিনের তাপমাত্রা উঠছে ৩০ ডিগ্রী সেলসিয়াসের উপরে। ৭ জানুয়ারি বৃহস্পতিবার, চট্টগ্রামের সীতাকুন্ডে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রী সেলসিয়াস। রীতিমত গ্রীষ্মকালীন পরিবেশ।
শীতকালে গ্রীষ্মের মত আবহাওয়া সারাদেশে আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এমন খবরই দিয়েছে আবহওয়া অফিস। তবে আকাশে মেঘ না থাকলে উত্তরের জেলাগুলোতে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
৭ জানুয়ারি, বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ডে ৩৩ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিলো কুড়িগ্রামের রাজারহাট এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১২ ডিগ্রী সেলসিয়াস।
৮ জানুয়ারি, শুক্রবার , রাজধানী ঢাকায় সূর্যোদয় সকাল ৬টা বেজে ৪৩ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা বেজে ২৮ মিনিটে।
এনএফ৭১/জুআসা/২০২১
বিষয়: শীতকাল শীত পৌষ মাস ঠান্ডা গরম কুয়াশা ষড়ঋতু Winter Winter Season Poush Month Fog Six Season Bangladesh বাংলাদেশ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।