সিলেট ও সুনামগঞ্জে বন্যার আভাস, জনমনে শঙ্কা
শাকিল খান | প্রকাশিত: ২০ জুন ২০২৩, ২০:৪৩
গত বছরের ভয়াবহ বন্যার ধকল যেতে না যেতেই বর্ষা মৌসুমের শুরুতেই সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাড়ছে, সিলেট-সুনামগঞ্জের নদ-নদীর পানি। এতে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি এলাকা।
এদিকে বৃষ্টির পানিতে ডুবেছে সিলেট নগরীর নিচু এলাকাগুলো। টানা বৃষ্টিতে নগরের উপর দিয়ে বয়ে চলা খালের পানির উচ্চতাও বাড়ছে। খালের পানি উপচে বাসা-বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকছে পানি।
সুরমা নদীর ছাতক পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ৪৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গেল ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সিলেট আবহাওয়া অফিস বলছে, আগামী ৪৮ ঘণ্টা সিলেটে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে পাহাড়ি ঢল নামার আশঙ্কা রয়েছে।
টানা বর্ষণের ফলে সুনামগঞ্জের জামালগঞ্জ, মধ্যনগর, ধর্মপাশা, তাহিরপুর ও শাল্লাসহ ৬ উপজেলার সঙ্গে জেলা সদরের এবং আন্তঃউপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে গিয়েছে।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, বন্যার পূর্বাভাসে আতঙ্ক বিরাজ করছে জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল এলাকায়। নদী তীরবর্তী নিম্নাঞ্চল এলাকায় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার পাশাপাশি শুকনা খাবার মজুদ রাখা হয়েছে। আমাদের কাছে নগদ ২৫ লাখ টাকা, ৬০০ মেট্রিক টন জিয়ার চাল ও ১০ হাজার প্যাকেট শুকনা খাবার প্রস্তুত আছে।
এদিকে নতুন করে পানি বাড়ছে উত্তরাঞ্চলের নদ-নদীতেও। বিপৎসীমা ছাড়িয়েছে তিস্তা নদীর পানি। এতে লালমনিরহাটে দেখা দিয়েছে বন্যা। নিচু জায়গার বাড়ি-ঘরে ঢুকতে শুরু করেছে পানি। জেলার পাঁচশতাধিক পরিবার এখন পানিবন্দি। পানিতে ভেসে গেছে ফসলি জমি ও মাছের ঘের।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।