দৌলতদিয়া-পাটুরিয়ায় ৭ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

শাকিল খান | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৩, ১৪:৫০

ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে প্রায় ৭ ঘন্টা বন্ধ ছিল দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। তবে কুয়াশা কমে যাওয়ায় শুরু হয়েছে এই রুটের ফেরি চলাচল। রবিবার (২৪ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে নৌযান চলাচল শুরু হয়।

এর আগে শনিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে দিক হারিয়ে মাঝ নদীতে আটকা পড়ে চারটি ফেরি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ খোরশেদ আলম জানান, ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সন্ধ্যার পর ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ৩টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যালেনের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিলো না। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়।

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top