তীব্র গরমে মরছে মুরগি, খামারিদের হাহাকার

রায়হান রাজীব | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৪, ১৭:১৪

ছবি: সংগৃহীত

টানা তীব্র তাপপ্রবাহে পোলট্রি শিল্পে নেতিবাচক প্রভাব পড়েছে। অতিরিক্ত গরমের কারণে প্রায় প্রতিদিনই মারা যাচ্ছে খামারের মুরগি। কমতে শুরু করেছে ডিম ও মাংসের উৎপাদন। এতে বিপাকে পড়েছেন খামারিরা।

পোলট্রি খামারিদের ভাষ্য, প্রচণ্ড তাপপ্রবাহের কারণে মুরগি মারা যাচ্ছে। কারণ প্রতিটি খামারের ঘরের চালা টিনের। আর রোদের তাপ টিনে বেশি লাগে। যে কারণে মুরগির গরমও লাগে বেশি। এই গরমে দিনে পাঁচ থেকে ছয়বার মুরগির শরীরে পানি ছিটিয়েও কাজ হচ্ছে না। গরমে মুরগি ছটফট করছে। স্ট্রোক করে মারা যাচ্ছে। মুরগিকে ঠিকমতো খাবার দেওয়া যাচ্ছে না। এতে কমতে শুরু করেছে ডিমের উৎপাদন।

বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, ‘ব্যাংকঋণের মাধ্যমে প্রান্তিক ছোট ছোট খামারিদের সহযোগিতা করতে হবে, যাতে শীত বা গরমে তাদের সমস্যা না হয়। করপোরেট গ্রুপগুলোর এ ব্যবস্থা আছে। ভারতেও কিন্তু সব খামারিকে ম্যানেজমেন্টের সুবিধা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে।’  

তাপপ্রবাহ মোকাবিলায় খামারের শেডে বায়ু চলাচল নিশ্চিত করাসহ নানা পরামর্শের কথা বলছে প্রাণিসম্পদ অধিদপ্তর। খামারিদের সহায়তায় মোবাইল ভেটেরিনারি টিম কাজ করছে বলেও দাবি তাদের। 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top