বৃহঃস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

খুলনায় কোস্ট গার্ডের অভিযানে ৩২ কেজি হরিণের মাংস উদ্ধার

খুলনা জেলা প্রতিনিধি | প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ১৭:৩৬

ছবি: সংগৃহীত

খুলনার কয়রায় অভিযান চালিয়ে ৩২ কেজি হরিণের মাংস জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার রাত ১১টার দিকে কয়রা উপজেলার পাতাখালী এলাকায় একটি পরিত্যক্ত বস্তা থেকে এসব মাংস উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান—গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি বিশেষ দল রাতে অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় হরিণ শিকারীরা। ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি বস্তা থেকে উদ্ধার করা হয় ৩২ কেজি হরিণের মাংস। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাংস পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে বজবজা ফরেস্ট অফিসের কাছে।

সুন্দরবন সংলগ্ন এই এলাকায় দীর্ঘদিন ধরেই হরিণ শিকারের মতো নিষিদ্ধ কার্যক্রম চলার অভিযোগ রয়েছে। এমন অবস্থায় কোস্ট গার্ডের এই অভিযান বন্যপ্রাণী সংরক্ষণের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top